যাঁহার পেটেতে জন্ম নিয়েছি যে আমি,
আমার মা তিনি মোরে পেটে ধরেছেন।
গর্ভ ধরে কত কষ্ট তিনি করেছেন,
আমি তাঁহারি সন্তান সবচেয়ে দামী।
মা হলো প্রভুর দেয়া সর্বশ্রেষ্ঠ ধন,
তবু মোরা পাষানেরা মাকে ভুলে যাই।
এর চেয়ে কষ্টের যে আর কিছু নাই,
খেদমত করে মা'র জয় করো মন।


কেনো আজ মাকে ভুলে পড়ে আছো তুমি,
মার কাছে ক্ষমা চাও তাঁর পা টা চুমি।


বৃদ্ধাশ্রমে আজ মায়ে ধুঁকে ধুঁকে মরে,
টাকার পাহাড়ে ছেলে ওঠে ফেঁপে ফুলে।
সেই সন্তান কি আর মা'র খোঁজ করে,
ভব মোহে ডুবে তারা মাকে গেছে ভুলে!


                   _____♥_____


ফরাসী সনেটঃ
ক খ খ ক / ক খ খ ক / গ গ / ক খ ক খ


রচনাঃ- ৫ / ১০ / ২০২০ ইং
সোমবার, মেরুল বাড্ডা, ঢাকা।