চাঁদ উঠেছে ঈদ এসেছে
    আজকে খুশীর দিন,
বছর ঘুরে এলো আবার
    ঈদুল আজহার দিন।


জমে উঠেছে পশুর হাট
    গোরু, মহিষ, উট,
দেখে শুনে কিনছে সবে
   নিচ্ছে বেছে নিখুঁত।


যাচ্ছে মানুষ হাটে সবে
    বাড়ছে অনেক ভীড়,
কিনছে পশু সমানতালে
   যাচ্ছে ফিরে নীড়।


কিনছে কেউ গোরু, মহিষ
     কিনছে কেউ ছাগল,
কুরবানীর এই মহান ত্যাগেও
    জ্বলছে কিছু 'পাগল'!


কুরবানী কি? নবীর কাছে
    সাহাবীরা করেন প্রশ্ন,
বলেন নবী, এটা জাতির পিতা
   ইবরাহীমের আদর্শ।


এতে আমাদের কি উপকার
   সাহাবীগণ ফের সুধায়,
নবী বলেন, 'আজহার' পশম প্রতি
  মুমিনগণে সওয়াব পায়।


মহান প্রভুর দরবারে
   গোস্ত কিবা রক্ত না,
পৌঁছে কেবল মানব মনের
   একনিষ্ঠ তাকওয়া।


এই হল ভাই ঈদুল আজহার
    মহান কুরবানী,
হাটের পশুর সাথে দিও
    মনের কুরবানী।


       _____♦______


রচনাঃ- ৩১ / ৭ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।