ধীরে, অতি ধীরে ধীরে অচেনা অপরিচিত মুখগুলো পরিচিত হতে থাকে,
আর চেনা পরিচিত মুখগুলো দূরে সরে যেতে থাকে;
ক্রমান্বয়ে দূরে যেতে যেতে নতুন করে পরিচিত হয়ে ওঠা অপরিচিত মুখগুলোর ভীড়ে
এক সময় অবচেতন মনেই অদৃশ্য হয়ে যায়
পরিচিত সেই মুখগুলোর সব স্মৃতি,
এভাবে নতুন বন্ধুর আগমনে -
পুরাতন বন্ধুরা সব হারিয়ে যায় বহুদূরে,
এক সময় তারা বনে যায় 'অপিরিচিত'!


এভাবেই নতুন সময়ের পরিচিতরা দূরে ঠেলে দেয়
এক সময়ের পুরাতন পরিচিতদের,
তাদের সাথে নেই আত্মার কোন সম্পর্ক,
তারা হারিয়ে যায় বিস্মৃতির অতল তলে!


বহু বছর পর যখন দেখা হয়, কথা হয়, তখন__
"পরিচিত লাগছে আপনাকে কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না" বলেই শেষ হয় সংক্ষিপ্ত কথা ;
হারিয়ে যাওয়া ইতিহাসেরা তখন অরন্যে কাঁদে,
স্মৃতিগুলো বিস্মৃত বলে সেই ক্রন্দন কেউ শুনতে পায় না।


আত্মার সাথে আত্মার বন্ধন যার
সেই তো আত্মীয়,
বন্ধু তো সেই জন!
ভালোবাসার মানুষ
প্রিয় আপনজন!


এছাড়া পাড়া-প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, সহযাত্রী
এসবই "ঠুনকো" পরিচিত!


বিস্মৃতির তলে চাপা পরা দু'চারটা মুখ হয়ত ধুলায় ধুসরিত হয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকে বহুকাল পর্যন্ত!
হয়তবা জীবনের শেষদিনেও তাদের মুখগুলো আবছা ভেসে ওঠে হৃদয়পটে খুব অস্পষ্টভাবে;
কিন্তু এই অবচেতন মন বহু চেষ্টার পরও
তাদের মনে করতে পারে না  কিছুতেই...!


             _____♦_____


রচনাকালঃ- ১৯ / ৬ / ২০২০ ইং, শুক্রবার
ডি আই টি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা।