পাগড়ী মাথায় পাঞ্জাবী গায়
        রুমাল মুখে দিয়ে,
বর যাবে কণের বাড়ি
        আজকে তাহার বিয়ে।


বাজছে না'ক ঢোল তবলা
         বাজছে না তো শানাই,
আজকে যাঁর বিয়ে হবে
         সে যে আলেম জামাই।


নাই রে মাথায় টোপর কোন
        নাই রে গায়ে শেরওয়ানি,
ওয়ারিসে নবীর হচ্ছে বিয়ে
       গায়ে কাপর "কাহতানী"।


বাঁশির সুর উঠছে না বেজে
       গাইছে না কেউ গান,
এই বিয়েতে নবীর সুন্নাহ্
       খুঁজে পেল তার প্রাণ।


বিয়ের দাওয়াত ওলীমা খাবো
       বন্ধুর বাসায় গিয়ে,
বর সেজেছে বন্ধু আমার
      আজকে তাঁহার বিয়ে।


           __♦__


রচনাঃ- ২৭ / ৭ / ২০২০ ইং।
সোমবার,
মেরুল বাড্ডা ঢাকা।


২৭ / ৭ / ২০২০ ইং তারিখ রোজ সোমবার বন্ধুর বিয়ে উপলক্ষে বিয়ের উপহার স্বরূপ রচিত কবিতা।