মোর শহরের হৃদয় ঘরে
আসবি না কেন্ তুই,
তোর তরে দেখ্ গাঁথছি মালা
শিউলি, চাঁপা, জুঁই।


মোর শহরে আয় ফিরে তুই
সারবি হৃদের ঘা,
টানবো আবার দুজন মিলে
এক কাপের ওই চা।


ক্যামনে হবে থাকলে এতো
হৃদয় ভরা মান,
আয় চলে আয় আমার বুকে
তুই যে আমার জান!


চাঁদ সুরুজ আর গ্রহ তারা
সাক্ষী সবে রয়,
এই হৃদয়ে তোর বসবাস
অন্য কারো নয়!


এই শহরের কোন্ সে ঘরে
তুই যে থাকিস কই,
আয় না ফিরে মোর ঘরেতে
একলা জেগে রই।


ভালোবাসার গাঁথবো মালা
রাখবো হাতে হাত,
সুখের বীণা উঠবে বেজে
কাটবে মিলন রাত।


             _____♦️_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১


রচনাঃ- ২ / ১০ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।