চড়ে গাড়ি যাবো বাড়ি রাস্তা খুব ফাঁকা,
আমাদের আজকের ড্রাইভার পাকা।
দ্রুত বেগে যেন ভেগে চলে বড়ো গাড়ি,
তাড়াতাড়ি পথ পারি চলে আসি বাড়ি।


রাস্তা ফাঁকা হাত পাকা গাড়ি ছুটে চলে,
যাত্রীগণে লোক জনে কত কথা বলে।
কত কথা উঠে তথা দেয় নাহি কান,
ইচ্ছে মতো শক্তি যত দেয় জোরে টান।


কারে শোনে কারে গোণে নেই পর'ওয়া,
যথাতথা কতো কথা সবি তো সওয়া।
এরপরে জিদ ধরে গাড়ি দেয় টান,
বাজে বেল ব্রেক ফেল নেয় কেড়ে প্রাণ।


তাড়াহুড়ো যুবা বুড়ো করে সবে আজ,
দ্রুত গতি হয় ক্ষতি নেই তবু লাজ।
মিছে টান যায় প্রাণ নেই বোধ'দয়,
এই ভাবে কার লাভে এতো ক্ষতি হয়।


প্রাণ যায় হায় হায় পরে করে কান্না
শোক চাপে অনুতাপে বন্ধ হয় রান্না।
বাড়াবাড়ি তাড়াতাড়ি শেষে কার ক্ষতি,
হোক দেরী লাগা বেড়ী দ্রুত নয় গতি।


            ______♦______


অক্ষরবৃত্ত তরল পয়ার ৮+৬


রচনাঃ- ২৫ / ১১ / ২০২০ ইং, বুধবার,
মহাখালী টি এন্ড টি কলোনী মাদ্রাসা
ওয়ারলেস গেট, মহাখালী, বনানী, ঢাকা।