গুণাহ্ করা নয় তো ভালো
বারে বারেই বলি,
তবু আমরা পাপের পথে
অহরহ চলি।


পর নারী আর পর পুরুষে
দেখা - কথা হারাম,
তবু আমরা হারাম কাজেই
খুঁজে পাই যে আরাম।


অহর্নিশই পাপের কাজে
আমরা থাকি লিপ্ত,
মহান রবের আরশ কাঁপে
করছি তাঁকে ক্ষিপ্ত।


জেনে-বুঝে আমরা আজি
পাপের স্রোতে ভাসি,
আমলনামা ধ্বংস করে
নিজকে নিজেই নাশি!


এসো সবে আমরা ফিরি
পাপের পথে আর নয়,
প্রভুর পথে চলে এবার
জান্নাত করি আজ জয়।


                     _____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২


রচনাঃ- ২৫ / ৯ / ২০২০ ইং।
শুক্রবার, মেরুল বাড্ডা, ঢাকা।