আগের দিনে সবার ঘরে
জ্বলতো ছোট কুপি,
আজ সেসব হারিয়ে গেছে
স্মৃতিতে দেখি চুপি।


কুপি জ্বালিয়ে যতন করে
করতো পড়া লেখা,
সেই আলোতে হতো তখন
সবার পড়া শেখা।  


প্রচলন তো ছিলো আরও
হারিকেনের খুব,
তাড়াতে মশা সন্ধে বেলা
জ্বালতো ঘরে ধুপ।


হারিকেন ও কুপি জ্বালিয়ে
পড়তো সবে মিলে,
ছিলো না কোনো কষ্ট মনে
শান্তি ছিলো দিলে।


আজ সেগুলো শুধুই স্মৃতি
হৃদয়ে আছে চুপি,
হারিয়ে গেছে কালের বাঁকে
হারিকেন ও কুপি।


              ______♦______


মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২


রচনাঃ- ২১ / ১০ / ২০২০ ইং।
বুধবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।