হনহনিয়ে যায় হেটে যায়
গায়ে বোরকা কালো,
হিজাব পড়া মুখটি তাহার
লাগে অনেক ভালো।


নেকাব ঢাকা মিষ্টি ঠোঁটে
লেগে থাকে হাসি,
লুকোচুরির ওই হাসিতে
তাহার প্রেমে ভাসি।


হিজাব দিয়ে মুখটি ঢাকা
চোখগুলো তার খোলা,
এমন সুন্দর মুখচ্ছবি
যায় কি কভু ভোলা!


কাজল মাখা আঁখি-যুগল
কেমন মায়া ভরা,
কেমনে তারে প্রেমের খাঁচায়
যাবে বন্দি করা!


চিকন কালো ওই ভ্রুর নিচে
চোখ দু'টো তার টানা,
এমন মিষ্টি মেয়ের প্রেমে
পড়তে নেই'কো মানা।


তার হৃদয়ের রাজা হবো
হবো প্রেমের চাষী,
মিষ্টি ওই সে মেয়েটাকে
অনেক ভালোবাসি।


               _____♦️_____


রচনাঃ- ৬ / ৮ / ২০২২ ইং।


জামিয়া কাসিমিয়া মহাখালী টি এণ্ড টি কলোনী মাদরাসা, ওয়ারলেস গেইট, মহাখালী, বনানী, ঢাকা।