দুয়া চাই শোনো ভাই কবিতার ছন্দে
ক্ষমা করে দিও মোরে রেখো না'কো দ্বন্দ্বে।
কখনো কাউকে যদি ব্যথা দেই ভাই,
করজোড়ে তাঁর কাছে ক্ষমা চেয়ে যাই।


জেনে বুঝে কিবা যদি নাহি জেনে কভু,
কষ্ট দিলে কারো মনে রাগ করে প্রভু।
ইচ্ছায় বা অনিচ্ছায় কষ্ট পেলে কেহ,
ক্ষমা করে দিও ভাই মাটি হবে দেহ।


মানুষের অধিকার করি যদি ক্ষুন্ন,
আছে যত পূণ্য কর্ম হয়ে যাবে শূন্য।
ক্ষমা চাই দুয়া চাই সকলের কাছে,
চেনা বা অচেনা যত ভাই বোন আছে।  


মরনের পরে যেনো লাশ সাথে রেখে-
বলতে না হয় আহা জনে জনে ডেকে,
পাওনা কাহার কতো আছে কাঁধে তাঁর,
বলে রাখো জেনে নাও শোধিবো এবার!


তাই ভাই বারেবারে ক্ষমা চেয়ে যাই,
কার কতো দাবী আছে নিয়ে নাও ভাই।
যেদিন পৃথিবী ছেড়ে যাবো আমি চলে,
নিজগুণে ক্ষমা করো, দিও না'কো বলে!


জানি না ক'দিন বাঁচি পৃথিবীর বুকে,
আমি চাই দায় সব যাক আজি চুকে।
তাই চলো সবে মিলে করি এক চুক্তি,
পাই যেনো সকলেই পরকালে মুক্তি।


সবে মিলে দোয়া করি সকলের তরে,
দুখ যত ভুলে গিয়ে দেই ক্ষমা করে।
এভাবেই সহজেই পাই যেনো পার,
কারো কাছে বাঁধা যেনো নাহি থাকি আর।


কবুল করেন যেনো আল্লাহ্ আমাকে,
প্রতি কাজে পাই যেন সর্বদাই তাঁকে।
ছোট বড়ো কর্ম যত সঠিক বা ভুল,
ক্ষমা করে দিয়ে যেনো করেন কবুল।


মুনাজাতে যবে তুমি তুলবে দু-হাত,
রাখিও দুয়ায় মোরে দিন কিবা রাত।
যদি পারো কেঁদে কেঁদে দিও আঁখি-পানি,
মুছে যায় যাতে মোর পাপ-তাপ গ্লানি।


মরণের পরে কেউ ভুলো না আমায়,
পারো যত দিও নেকী আমল নামায়।
সদকায়ে জারিয়ার আছে পথ যত,
পাঠিও সকল পথে পূণ্য অবিরত।


          _____♦_____


অক্ষরবৃত্ত ছন্দঃ- ৮+৬


রচনাকালঃ- ৩ / ৮ / ২০২১ ইং।
মঙ্গলবার রাত ১০ঃ০১ pm
মেরুল বাড্ডা, ঢাকা।