যদি জোছনা মাখতে চাও গায়ে
তবে রাত নামতে দাও সখী...  
ঘন অন্ধকার হয়ে পৃথিবীতে রাত নেমে আসুক!
অন্ধকারের প্লাবনে ডুবে যাক পৃথিবী!


তারপর মধ্য গগনের বুক চিড়ে বেড়িয়ে আসুক একটি পূর্ণ চাঁদ!
যে চাঁদ পূর্ণ শক্তি নিয়ে পৃথিবীতে ঢেলে দেবে নিজের ভেতরের সমস্ত আলো!


যে আলোয় ভেসে যাবে পৃথিবীর দিগ্বিদিক...
নির্জন মরু প্রান্তর,
তেপান্তরের খোলা সবুজ মাঠ -
কিংবা মৃদু হাওয়ায় দুলতে থাকা ফসলের ক্ষেত,
দূরের কাশবন,
প্রগাঢ় ঘন বন-জঙ্গল অথবা
বিশাল সমুদ্রের অথৈ জলরাশি...
সে আলোর ভেলায় ভেসে হবো দু'জন  আলোর বানভাসি!


জোছনার যে আলো চুইয়ে পড়বে ঘন বাঁশঝাড়ের ফাঁক গলে...
যে আলো বেড়ার ছিদ্রপথে দম্পতির গায়ে পড়বে ঢলে...
যে আলোয় মাখামাখি হবে প্রণোয়োন্মাতাল যুবক-যুবতির নগ্নদেহে!


জোছনার যে আলোর স্রোতে ভেসে যাবে অন্ধকারের সকল পঙ্কিলতা...
যে আলো আর অন্ধকারের মোহনা খুঁজতে কবি বড়ই অস্থির ;
হৃদয়ে বাড়ে এক অশান্ত ব্যাকুলতা!


যদি জোছনা মাখতে চাও গায়ে
তবে রাত নামতে দাও সখী...  
ঘন অন্ধকার হয়ে পৃথিবীতে রাত নেমে আসুক!


এই অন্ধকারে কোনো ভয় নেই প্রিয়তমা!
এই অন্ধকার চাওয়া তো শুধু গায়ে জোছনা মাখার শখে!


                ___♦️___


- রচনাকালঃ- ১৭ / ১ / ২০২৩ ইং মঙ্গলবার,
- টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।