ছন্দে ছন্দে আজ হোক প্রতিবাদ হোক,
আর কতকাল তোরা সইবি এ শোক!
সময় কি আসে নি রে জেগে উঠবার,
তবে কেনো রয়েছিস বসিয়া আবার!


কুরআন অপমানে কাঁদে না হৃদয়?
এ অবমাননা মন ক্যামনে যে সয়!
হুঙ্কার ছাড়িয়া তুই জেগে ওঠ্ ফের,
কোষবদ্ধ তরবারি করে আন্ বের।


আছে যত বাঁধা সব করে চুরমার,
বজ্র নিনাদ তুলিয়া চল্ রে দুর্বার।
আছে যত বাতিলের ঘাড় মোটা শির,
আঘাতে আঘাতে সব দে ফেলে হে বীর।


কুরআন, রাসূলকে নিয়ে খেলে যারা,
অসভ্য ইতর আর দুষ্ট পশু তারা।
ওরা ভবে বেঁচে রবে নেই অধিকার,
আকাশ জমিন সব রব্বুল কাবার!


কুরআন অপমান করে যেই হাত,
ভেঙে দিয়ে তুই তারে কর্ কুপোকাত।
শির তার কেটে আন্ ঝুলা মেন দ্বারে,
এইবার দেখবোই কে কে বেশী বারে!


ওমরের, খালিদের তুই ভাব শিষ্য,
আল্লাহু আকবারে হে, কাঁপা ফের বিশ্ব।
নারায়ে তাকবিরে হে, বিশ্বটাকে মাতা,
পৃথিবীর বুকে টানা কালিমার ছাতা।


কালিমার পতাকাটা উড়া দিকে দিকে,
কুফর বাতিল সব বন্দী কর্ শিকে।
জিহাদের ময়দানে নাই কোনো ভয়,
মরলে শহীদ হবো, অথবা বিজয়।



               ___♦___


অক্ষরবৃত্ত ছন্দ ৮+৬
--
রচনাঃ-
১৩ / ১০ / ২০২১ ইং।
৬ / ৩ / ১৪৪৩ হিজরী
২৮ / ৬ / ১৪৪২৮ বঙ্গাব্দ।
--
টেলিটক অফিস, গুলশান।

ডি আই টি প্রজেক্ট, মেরুল বাড্ডা।
ঢাকা।