পেতে চায় খেতে চায় আরো চায় ধরতে,
বিনা মেঘে চায় বৃষ্টি চায় না সে  গড়তে।
যদি ডাকি বলি তারে মিলেমিশে লড়তে,
স্বার্থ তার যায় ভেঙে নাহি পারে নড়তে!


এমনই স্বার্থপরে দুনিয়াটা ভরা রে,
স্বার্থ ছাড়া নড়ে না সে যেনো এক জড়া রে।
স্বার্থ জালে আজ ওরে সকলেই ধরা রে,
স্বার্থহীন মানুষের আজ খুব খড়া রে।


যার দিকে দৃষ্টি দেই ঘুরে সব ধান্দায়,  
যেখানেই দেখে স্বার্থ সেখানেই হান্দায়।
স্বার্থ স্বার্থ করে করে কতজনে কান্দায়,
উপকারে বাঁশ মেরে সাধু সাজে বান্দায়!


স্বার্থহীন লোক যদি চাও তুমি খুঁজতে,
বিনা স্বার্থে পূণ্য কত আহা আগে বুঝতে!
নিষ্ঠা নিয়ে কায়মনে যদি "রব" পূজতে,
এতদিনে শান্ত হয়ে মাথা ঠিকি গুঁজতে।


চাই চাই আরো চাই বলে তুমি ঘুরেছো,
নিজ স্বার্থে 'পর তরে কুয়ো তুমি খুঁড়েছো
কিছু স্বপ্ন পূর্ণ দেখে ভেবেছো যে উড়েছো
উড়ো নাই উড়ো নাই আগুনে হে পুড়েছো!


                 ____♦____


অক্ষর বৃত্তঃ- ৮+৭


রচনাঃ- ২০ / ৪ / ২০২১ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।