একদিন যে জন্মিয়াছে
সুন্দর এ ভবে,
আবার তাঁকে ভুবন ছেড়ে
চলে যেতেই হবে।


এই নিয়মে জীবন ভেলা
যায় যে বহু দূরে,
বাঁক নিয়ে সে প্রভুর কাছে
আসে আবার ঘুরে।


শূন্য হাতে এসে ধরায়
শূন্য হাতে ফিরে,
এই জীবনে কত না মায়া
রয়েছে সবে ঘিরে।


সকল মায়া ছিন্ন করে
চলে যেতেই হয়,
সুন্দর এ ধরার মাঝে
কেউ না বেঁচে রয়।


এ পোষাকটা খুলেই নিয়ে
কাফন দিবে গায়,
তোমার তরে খুঁড়ে কবর
দাফন দিবে তায়।  


                    ______♦______


মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২


রচনাঃ- ১৩ / ১০ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।