আমি তোমার পাপী বান্দা
ওগো প্রভু মোর,
ক্ষমা করো আমায় তুমি
খুলো রহম দোর।


জেনে বুঝে করেছি যে
কত গুণাহ্ হায়,
প্রভু মোরে করো ক্ষমা
শয়তান পিছু ধায়।


জেনে বা না জেনে দিছি
পাপ সাগরে ডুব,
তুমি ছাড়া নাই গো উপায়
লাগছে ভয় যে খুব।


মাফ করে দাও বাড়িয়ে দাও
মোর ঈমানী বল্,
অন্তর্ভুক্ত করো আমায়
জান্নাতীদের দল।


রহমতের ওই চাদর দিয়ে
আমায় ঢেকে নাও,
তুমি মহান গফুর গাফফার
ক্ষমা করেই দাও।


                   _____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১


রচনাঃ- ৭ / ১০ / ২০২০ ইং
টি এন্ড টি কলোনী মাদ্রাসা, ওয়ারলেস গেট,
মহাখালী, গুলশান, ঢাকা।