নূর নামের কি অর্থ জানিস
নূরের অর্থ আলো,
কিন্তু তুই ও তোর ওই মন তো
কয়লার মতো কালো!


অনেক বেশি বেড়েছিস তুই
নাই রে নাই তোর ক্ষমা,
দিনে দিনে ধৃষ্টতা তোর
হচ্ছে আরও জমা।


কি ভেবেছিস পার পাবি তুই
আছিস সুখে বসে,
দুনিয়াটা আন্ধার দেখবি
থাপ্পড় খেলে কষে।


নবীর শানে বেয়াদবি
সাহসটা তোর বেশী,
ছিঁড়ে ফেলবো ঘাড়ের রগ তোর
ছিঁড়ে ফেলবো পেশী।


কোন্ সাহসে নবীর দিকে
এলি রে তুই তেড়ে,
কলিজা তোর কত বড়
দেখবো বুকটা ফেড়ে।


জিহ্বাটা তোর ছিঁড়বো টেনে
চক্ষু ফেলবো উপড়ে,
তোর যত ওই মদদদাতা
থাকবে দৌড়ের উপ্রে।


              _____♦️_____


রচনাঃ- ৮ / ৮ / ২০২৩ ইং, মঙ্গলবার,
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।


কৈফিয়তঃ-


নাস্তিক আসাদ নূর কর্তৃক প্রিয় নবীজী হজরত মুহাম্মাদ মুস্তফা আহমদ মুজতবা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে লিখিত কবিতা।


প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিন্দাবাদ।
আসাদ নূর মুর্দাবাদ
আসাদ নূরের ধ্বংস হোক, আমীন ইয়া আরহামার রাহিমীন।