করবো করছি করে করেও
আঘাত কেনো হানছে না,
বিশ্ব মুসলিম ফুঁসছে ক্ষোভে
সান্ত্বনা আর মানছে না।


কোথায় গেলো মুসলমানের
বুকে ভরা সাহস ওই,
নইলে কেনো মুসলমানের
মাথায় ওরা ভাজে খই।


কোথায় গেলো ঈমানী বল্
কোথায় গেলো সৎ সাহস,
হুংকার ছেড়ে আয় বেরিয়ে
ভীরু যদি নাই বা হস।


আর কতকাল ঝরলে রক্ত
হবে তোদের বোধোদয়,
কার অপেক্ষায় কিসের তরে
সময়গুলো করিস ক্ষয়।


নারা তাকবীর ধ্বনি শুনে
কাঁপতো কাফির থর থরে,
লেজ গুটিয়ে ভাগতো সবে
শক্তি হতো নড়বড়ে।


সেই ঈমানের জোশ নিয়ে ফের
কাঁপা আবার দিগ্বিদিক,
বিশ্ব আবার দেখুক তোদের
কাফিরগুলো শিক্ষা নিক্।


             ____♦____


২০২৩ ইং, মেরুল বাড্ডা, ঢাকা।