আমি যখন আপনার ফেসবুক ওয়ালে উপস্থিত হলাম-
ততক্ষণে আপনার জীবন-বেলাভূমির মধ্যাকাশে থাকা গনগনে প্রাণ-সূর্যটি অস্তমিত হয়ে গেছে!
তিনদিন সাড়ে তিনদিনের সফর শেষ করে আপনার প্রাণবায়ু আমাদের মহান রবের হুকুমে উড়ে গেছে আরশে আজীমের পানে...!


আমরা ক'জন দৌঁড়িয়ে এলাম "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন" পড়তে পড়তে..!


হুম! একটু দেরী করে ফেলেছি আমি!
উঁহু! অনেক দেরীতেই এলাম!
এরই মধ্যে আপনি পারি জমিয়েছেন পরপারে!


আপনাকে আমি দেখি নি
পরিচয়ও হয় নি আপনার সাথে
অথবা
কথা হয় নি মেসেঞ্জারে
পড়ি নি কোনো কবিতাও আপনার - আগে কখনও!


আপনার সাথে পরিচিত হওয়ার বড় আগ্রহ ছিল কিংবা-
পরিচয় হতে না পারায় খুব আক্ষেপ হচ্ছে - এমনটা নয়!
কেমন যেন ইহকালের মায়া ত্যাগ করে চলে যাওয়া প্রতিটা মানুষের জন্যই মায়া লাগে!
এ মায়া যেন আশৈশব লালিত, অপার্থিব এক মায়া!
হঠাৎ আসা এ মায়া যেন হঠাৎ করেই উবে যায়!
উবে যেতে যেতে দিয়ে যায় কিছু বার্তা!


আপনার মৃত্যুর সংবাদ শুনে সূরা ফাতিহা আর তিনবার সূরা ইখলাস পাঠ করতে করতে আসলাম,
আপনার কবিতা পড়লাম!


কি অবলীলায় আপনি বলে গেছেন আপনার কবিতায় মনুষ্যত্বের কথা!
ভালোবাসার কথা!
আল্লাহ্ প্রেমের কি সুন্দর কাসিদাহ্ আর
রাসূলের ইশকে ভরপুর চমৎকার সব নাশিদ!


কি সব সুন্দর সুন্দর কবিতা আপনার -
সব ছেড়ে ছুঁড়ে আপনি আজ পরপারে!
আপনার সন্তান-তুল্য এই কাব্য-সকল আজ ইয়াতিম!


আপনার কবিতা হয়তো আর কোনোদিন পত্রিকায় ছাপা হবে না,
হয়তো কোনো মলাটবদ্ধ বইয়ের পাতায় জায়গা করে নেবে না আপনার কবিতা -
এই প্রজন্ম হয়তো ভুলে যাবে আপনাকে -
পরবর্তী প্রজন্মের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়ার হয়তো কেউ থাকবে না -


কিন্তু তবু -


নীল আসমানের ওই তারকারাজির মতো যুগ যুগ ধরে নিরবে আলো ছড়াতে থাকবে আপনার কবিতা সকল।
নীল আকাশের সুরাইয়া তারকার মতোই আপনি হচ্ছেন কবিতার আকাশের সুরাইয়া...!!!


            ______♦______


নিভৃতচারী কবি মরহুমা সুরাইয়া বিনতে কামাল রাহিমাহাল্লাহ্ এর স্মরণে লিখিত কবিতা।


২৭ / ৩ / ২০২৩ ইং
সোমবার,
মেরুল বাড্ডা, ঢাকা।