আমার দেশের কৃষক বন্ধু
ফসল ফলায় মাঠে,
দেশের জন্য ঝরায় সে ঘাম
সারাটা দিন যে খাটে।


রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে
সারাদিন কাজ করে,
এমন কষ্ট করেই কৃষক
আহার জোগায় ঘরে।


তাঁর স্বপ্নটা নয়তো একার
পরিবার নিয়ে ঘেরা,
রোদ বৃষ্টিতে তাই আর তাঁর
হয় না তো ঘরে ফেরা।


তাঁর স্বপ্নের সাথে আছে ভাই
দেশের স্বপ্ন মিশে,
তাঁরাই ঘোরায় এ দেশের চাকা
গরুর লাঙলে পিষে।


এতটা কষ্ট করার পরও
দাম যে ওদের নাই,
কৃষকদেরকে আর নয় ঘৃণা
তাঁরাই মোদের ভাই।


                 _____♦_____


মাত্রাবৃত্ত ছন্দ ৬+৬+৬+২


রচনাঃ- ১২ / ১০ / ২০২০ ইং
সোমবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।