গড়তে পারিস তুই যদি রে
অল্পে তুষ্ট মন,
শান্তি পাবি প্রতি কাজে
পাবি সুখের ধন।


ছোট বড় হোক না যেটাই
কর্মস্থলের কাজ,
অল্পে-তুষ্ট হতে পারলে
করতে পারবি রাজ।


হোক না ছোট তোর সেই কাজটা
নাই রে তাতে লাজ,
ভালোবেসে পারলে করতে
দেখবি সুখের সাজ।


অতিরিক্ত চাহিদাটা
নয় রে ভালো নয়,
অল্পে তুষ্টে মেলে শান্তি
গুণীজনে কয়।


মন বসিয়ে দেখ্ না করে
পাবি অনেক সুখ,
সুখের দোলায় নাচবে মনটা
দূর হবে সব দুখ।


                    ______♦______


স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+১


রচনাঃ- ২২ / ৮ / ২০২১ ইং
টেলিটক অফিস, গুলশান, ঢাকা।