বলে যাই শোনো তোমাদের সনে কওমে লূতের কাহিনী,
পশুর চেয়েও অধম ছিল ওরা সমকামী বাহিনী।
সতর্কীকরণে তাদের মাঝে প্রভু প্রেরিলেন এক নবী,
নবী ইবরাহীমের ভাতিজা তিনি সততার প্রতিচ্ছবি।
মহান প্রভু পাঠিয়েছে আমায়, আমি তাঁর প্রেরিত দূত,
মেনে নাও কথা মোর অচেনা নই আমি তোমাদের ভাই লূত।
ছাড়ো যত পাপ, করো অনুতাপ, প্রভুতে হও আশ্বস্ত,
প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে আমি নবী বিশ্বস্ত।
নির্লোভ মনে ডাকি প্রভুর সনে চাহি না'ক তার অনুদান,
বিশ্বাস রাখি প্রভুর'পরে তিনিই দেবেন এর সেরা প্রতিদান।


সারা পৃথিবীতে নাই কেউ আর অশ্লীল এত তোমাদের মত,
পূর্ণতা দিয়েছো তার, পৃথিবীতে নোংরা কাজ আছে যত!
নারীদের ছেড়ে পুরুষেরা আজ পুরুষেই হয়েছো উপগত,
ঘৃণিবে তোমাদের পৃথিবীবাসী যদি তারা হয় অবগত!
কওমে লূত ওরা নারীদের রেখে পুংমৈথুনে ছিল লিপ্ত,
তাদের এহেন ঘৃণ্য কর্মে তারা প্রভুকে করলো ক্ষিপ্ত।
প্রভুর বার্তা নিয়ে ঘুরেছেন নবী তাহাদের দ্বারে দ্বারে,
নেয় নি আমলে তাহার কথা ফিরিয়ে দিয়েছে বারে বারে।
নবী লূত যতবার তাহাদের দেখিয়েছেন আযাবের ভয়,
ততবার তারা উড়িয়েছে হেসে বলে- পাগলে কি না কয়!
দিনেদিনে তাদের ভারী হয় পাপের বোঝা বাড়ে ধৃষ্টতা,
কোথায় তোমার প্রভুর আযাব, দেখাও তব নবুওতী সত্যতা!
নেতাগণ কয়, আজকাল লূত বেড়েছে অতি বেশী বাড়া,
আর নহে ছাড় এবার, করতেই হবে তাকে জনপদ ছাড়া।
তোমাদের সাথে সে করে শুধু পবিত্রতার বকোয়াজ,
এমন রীতি প্রণয়ন করে - সমাজে যার নাই রেওয়াজ।
নবীর কথা মানে না'ক তারা ধীরেধীরে বাড়ে পাপ অতিশয়,
প্রভুর কোপানলে পতিত হয়ে তাই ঘটে তাহাদের  মহালয়।
থরথর কেঁপে ওঠে ওই প্রভুর আরশ তাহাদের এই ঘৃণ্য কৃষ্টিতে,
প্রভুর ক্রোধানলে কওমে লূত হল ধ্বংস মুষলধারার বৃষ্টিতে।


আজ বহুকাল পরে এসে এই আধুনিককালে,
এসেছে ফিরে সেই পাপ ফের পৃথিবীর ভালে!
'টেন মিনিটস স্কুল' নামে এক অনলাইন স্কুল ব্লকব্লাস্টার
হাস্যমুখ সুদর্শন তরুণ আইমান সাদিক যার হেড মাস্টার।
এই আইমান সাদিক অনেকের কাছে আজ সুপারস্টার,
না জেনে অযথাই তার প্রেমে খায় হাবুডুবু বহু সিস্টার!


মুখভরা হাসি দিয়ে যিনি করেন কথা শুরু,
তাঁর অধীন স্কুলে আছে কিছু সমকামী গুরু।
তিনি আর তার স্কুলটিম মিলে সদলবলে,
সমকামীতার প্রমোট করে চলে সুকৌশলে!
তমুক জায়গার অমুকে নাকি কবে করেছে শিশু বলৎকার,
এই ধুয়া তুলে মহোৎসবে করে সমকামের প্রমোট চমৎকার!
রাণীর সুনজরে পড়া মেডেল পাওয়া এই প্রতিভাধর,
কোটি টাকা মূল্যের সর্প বিষের মতই জেনো বিষধর।
হোক না সে খুব হাসিখুশি কিবা হোক কারও ক্রাশ,
গোপনে মুমীনের ঈমানের গায়ে সে আঁচড়িছে ব্রাশ!
"দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য" জেনে রাখো আজ হতে সবে,
ঝেঁটিয়ে বিদায় করো সব সমকামী ঠাই নাই ওদের আর এই ভবে।


       ______♦______


রচনাঃ- ৫ / ৮ / ২০২০ ইং।