বাংলা আমার দেশ
                    বাংলা আমার ভাষা,
          বাংলায় দেখি স্বপ্ন
                    বাংলায় করি আশা।
         বাংলায় পাই আনন্দ
                    পরি সুখের মালা,
         বাংলায় পেয়ে কষ্ট ফের
                   সহি দুখের জ্বালা।
         বাংলা আমার মুখ
                   বাংলায় বলি কথা,
         বাংলায় লুকিয়ে রাখি
                   মনের যত ব্যথা।
         বাংলা আমার সুখ
                   বাংলায় আমি হাসি,
         বাংলা আমার দুখ্
                 বাংলায় ফের কাঁদি।
         বাংলা আমার নয়ন
                দেখি বাংলার জ্যোৎস্না,
         বাংলা আমার মন
                করি বাংলার কল্পনা।
         বাংলায় লিখি কবিতা আমার
                 বাংলায় আমি কবি,
         বাংলা মায়ের স্বপ্ন নিয়ে
                  আঁকি বাংলার ছবি।
         বাংলা আমার বাংলা তোমার
                  বাংলার তরে আমি,
         কোথায় রাখিব গর্ব আমার
                  আমি যে বাঙ্গালী।
         এই যে আকাশ অচেনা বাতাস
                 চিরচেনা পানি আর মাটি,
        রূপে-রসে মায়া ভরা বাংলা আমার
                  তাই তো বাংলা ভালোবাসি।।


                ___♦_____


রচনাকালঃ- সেপ্টেম্বর, ২০০৮ ইং।
প্রকাশিতঃ- ফেব্রুয়ারি, ২০১০ ইং।
যাত্রাবাড়ী, ঢাকা।