কারো কোনো দেখলে ভালো
মাশা আল্লাহ্ বলি,
নবীর চলা ওই আদর্শে
এসো সবাই চলি।


ভালো কিছু দেখে কারও
মুখ না লাগাই চলো,
তাই তো চাহি সবাই যেনো
মাশা আল্লাহ্ বলো।


মাশা আল্লাহ্ নবীর সুন্নাহ্
বললে খুশি প্রভু,
আজকে থেকে বলবো সবাই  
বাদ দেবো না কভু।


মাশা আল্লাহ্ বললে কভু
লাগে না বদ নজর,  
মুখ লাগে না কারও কোনো
হয় না কারো "হজর"।


মুখ লাগা আর বদ নজরটা
বিষের সম'তুল্য,  
জীবন দিয়েও কখনো তার
দিতে হয় যে মূল্য!  


মাশা আল্লাহ্ যদি বলি
হয় না কারও ক্ষতি,
ক্ষতি থেকে বাঁচার মন্ত্র
কার্যকরী অতি।


আজ হতে তাই শপথ করি
নবীর পথে চলবো,
কারো ভালো দেখলে কভু
মাশা আল্লাহ্ বলবো।


                 _____♦️_____


" হজর" - ক্ষতি।


স্বরবৃত্ত ছন্দ - ৪+৪+৪+২


রচনাঃ- ৩০ / ৭ / ২০২৩ ইং, রবিবার
তেওতা, মানিকগঞ্জ।