চাই না'কো আমি আর বেড়ে যাক মায়া,
তাই আমি দূরে থাকি দেখে তব ছায়া।
যত দেখি তত আহা মায়া শুধু বাড়ে,
দিনে দিনে মন'টাকে প্রতি'ক্ষণে কাড়ে।


মায়া, মায়া, শুধু মায়া এই হৃদে জাগে,
কেনো এত মায়া শুধু রাগে অনুরাগে!
মায়া শ্রেষ্ঠ মায়া ভ্রষ্ট আসে বারেবারে,
মায়াজালে মজে গিয়ে মাতে অভিসারে।


ভালো নহে এই মায়া কেন এত আসে,
কার তরে চুপিচুপি কেঁদে বুক ভাসে।
কেন এত মায়া লাগে এই হৃদ'তলে,
না পাওয়ার বেদনায় প্রতি ক্ষণে জ্বলে।


পৃথিবীটা কেনো এতো মায়া দিয়ে ঘেরা,
মায়ার টানেই শুধু প্রতিবার ফেরা।
চলে গিয়ে ফিরে আসি শুধু এই মায়া,
মায়া ডোরে বেঁধে রাখি প্রিয় তব কায়া!


নাহি তারে ধরা যায়, নাহি যায় ছোঁয়া,
মনে মনে ভয় শুধু যায় বুঝি খোয়া!
ভালোবেসে অতি যত্নে পুষি এই মায়া,
মায়া কভু আনে মান কাড়ে কভু হায়া।


                ____♦____


অক্ষরবৃত্ত ছন্দ ৮+৬


রচনাঃ- ১০/ ৩/ ২০২২ ইং
মেরুল বাড্ডা, ঢাকা