আমাদের দেশে ছিলো এককালে রীতি,
মানিয়া চলিত সবে ধর্মেরও নীতি।
ভুলি নাই সেই সব আছে তার স্মৃতি,
মনে জাগে তার তরে শ্রদ্ধাবোধ প্রীতি।


মুসলিম হিন্দু কিবা বৌদ্ধ বা খৃষ্টান,
কম-বেশ ছিলো যেথা যত না বিদ্বান।
যথেষ্ট সচেষ্ট ছিলো দিতে ধর্ম শিক্ষা,
এলাকার ছেলে-মেয়ে নিত সৎ দীক্ষা।


হিন্দু জনে স্বীয় রীতি মেনে করে কর্ম,
মুসলিমে মেনে চলে নিজ শান্তি ধর্ম।
জীব হত্যা মহাপাপ বৌদ্ধ মেনে চলে,
ন্যায় পথে চলো সবে খৃষ্টানও বলে।


মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিবা বলো খৃষ্ট,
যত্ন করে ঢেকে নিত বুক, পেট, পৃষ্ঠ।
নিজ নিজ ধর্ম মতে ছিলো শালীনতা,
ছিলো না তো নগ্নতার এই স্বাধীনতা।


হিন্দু, বৌদ্ধ, খৃষ্ট আর মুসলিম মিলে,
ছিলো সবে একসাথে এক প্রাণ দিলে।
সৌহার্দ্য সম্প্রীতি আর হৃদ্যতার ছাতা,
এর তলে ছিলো যেন এক লতাপাতা।


কিন্তু আজ দেখি হায় ঠিক তার উল্টি,
দিনে দিনে সবে যেন নিতেছে পলটি।
জনে জনে মনে মনে হয়ে গেছে ভগ্ন,
পশ্চিমের শিক্ষা নিয়ে কেউ আজ নগ্ন!


আধুনিক এই যুগে নিয়মও নব্য,
মুখে মুখে তর্ক করে ওরা নাকি সভ্য।
ধর্মীয় রীতি যা সব নাকি সেকেলে,
আড়চোখে দেখে তাকে মানিতে দেখিলে।


ভালো কিছু ছিলো যত পুরাতন আজ,
নতুনের ভালো মাঝে নেই কোন লাজ!
কি হবে নতুন এই যুগ লজ্জাহীনা,
যদি তাতে নাহি থাকে ভদ্রতার বীণা।


পাঠশালে ছিলো কত শিক্ষা গম গম,
রাজনীতি হেথা আজ উঠেছে চরম।
শিক্ষায় বাণিজ্য আজ চিরচেনা দৃশ্য,
শিক্ষক শোষিত হায় গুটি চালে শিষ্য।


ন্যায় বুঝি নেই আজ শূন্য ধরা ভান্ড,
দিকে দিকে দেখি সব সকলের কান্ড।
ইচ্ছে মতে চলে সবে ধর্ম রীতি শূন্য,
ধর্ম মতে এলে নাকি হবে মান ক্ষুন্ন!


নতুনত্বে লাভ নেই বলি না'তো আমি,
ধর্ম হোক পুরাতন তবু সেটা দামী,
নতুনের সাথে সাথে মেনে নিলে ধর্ম,
সভ্য হবে সমাজটা শ্রেষ্ঠ হবে কর্ম।


              ___♦___


অক্ষরবৃত্ত ছন্দঃ- ৮+৬  


রচনাঃ- (আনু - ২২-২৭ নভেম্বর, ২০২২ ইং)
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান ও
ডি আই টি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা।