আযান দিতে গিয়ে কভু
হয় গো যদি মরণ,
খুব খুশিতে প্রভুর তোহফা
করে নেবো বরণ।


নাই রে আমার দুঃখ কোনো
লাগে বরং গর্ব,
নয় রে ছোটো এ কাজ কভু
খুশি মনেই করবো।


যে যাই বলুক বলতে থাকুক
শোনবো না তা আমি,
আমার মনের খুশির খবর
জানেন অন্তর্যামী।


মুয়াজ্জিনের মর্যাদা ভাই
জানতে যদি তুমি,
শ্রদ্ধা তাঁকে করতে ঠিকই
দিতে হাত তাঁর চুমি।


কেয়ামতে নূরের আসন
মুয়াজ্জিনে পাবে,
ঈর্ষান্বিত দৃষ্টি সবার
তাঁরই দিকে যাবে।


মাথায় থাকবে পরিহিত
প্রভুর নূরের টুপি,
বীরের বেশে থাকবেন তিনি
নয় রে চুপি চুপি।


বারো বছর লাগাতার যে
আযান দিতে রবে,
এই মর্যাদা সেদিন কেবল
তাঁরই শুধু হবে।  


                   _____♦️_____


রচনাঃ- ১৩ / ৮ / ২০২৩ ইং, রবিবার
মেরুল বাড্ডা, ঢাকা।