( ২৯/ ৭ / ২০২০ ইং নিজের ৩০ তম জন্মদিন উপলক্ষে রচিত-)


বছর ঘুরে এলো আবার
আমার জন্মদিন,
কৃতজ্ঞতার পড়বো নামাজ
আজকে খুশির দিন।


ত্রিশটি বছর আগে আমি
জন্মেছিলাম এদিন,
হয়েছিল খুশি সবাই
হেসেছিল সেদিন।


বাবা খুশি মা ও খুশি
খুশি দাদা নানা,
আত্মী-স্বজন সবাই খুশি
খুশিতে নেই মানা।


জুলাই মাসের উনত্রিশে
এরশাদ পতন সনে,
রবিবারে জন্ম আমার
এশার আজান ক্ষণে।


ছোট্ট শিশু জন্মেই সেদিন
কাঁদে ওঁয়া ওঁয়া,
এই কাঁদাতে সবার মনে
লাগে খুশির ছোঁয়া।


ছোট্ট ওই সে শিশুটাকে
জানায় স্বাগতম
সালাম দিয়ে কালাম করে
খুশিতে গম গম।


ধীরে ধীরে বয়স বাড়ে
শিশু বড় হয়,
সেদিনের সেই শিশুটা আজ
জয় করে সব ভয়।


প্রতিবছর আসছে ঘুরে
শুভ জন্মদিন,
দুয়া চাই যে সবার কাছে
কাটুক পূণ্যদিন।


বছর ঘুরে বয়স বাড়ার
এই যে জন্মদিন,
হঠাৎ একদিন থেমে যাবে
আসলে মৃত্যুদিন।।



    _____♦______


রচনাকালঃ- ৭/ ৭/ ২০২০ ইং
মঙ্গলবার,
বাড়ী ৫, রোড ১৬, ডি আই টি প্রজেক্ট,
মেরুল বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।


এরশাদ পতন সনঃ- ১৯৯০ সাল।
      __________________


দুয়া চাই সকলের নিকট, আল্লাহ্ পাক যেন আমাকে সহ সকল মুমীন মুমীনাকে নেক, পাক, সুস্থ এবং নিরাপদ হায়াত দান করেন। আমীন। ছুম্মা আমীন।
       _________________


"জন্মিলেই মরিতে হয়" এই অমোঘ চিরন্তন সত্যকে স্মরণ করতেই শেষ চার লাইনের সংযোজন।