আযানের ধ্বনি শুনে মনে দেয় নাড়া,
মন বলে তাড়াতাড়ি নামাজেতে দাঁড়া।
সাথে সাথে অজু করি ধুই হাত মুখ,
পুলকিত হয় মন লাগে বড় সুখ।


কিবলার দিকে ফিরে হই ধীর-স্থির,
সমুখেই কা'বা যেন বেহেশতী নীড়।
প্রভুর সামনে দাঁড় - দেহ মন হয়,
মনে থাকে একসাথে আশা আর ভয়।


তাকবীর বলে করি নামাজের শুরু,
এভাবেই পড়ে গেছে নবী, ওলী, গুরু।
তায়াউয তাসমিয়া এর আগে ছানা,
ফাতিহা ও কিরআতে হয়ে যাই ফানা।


নামাজের কিরআত বড় সুমধুর,
পাঠ করি ধীর লয়ে আসে কত সুর।
সুরে সুরে বহুদূরে আমি যে হারাই,
আমার আমি'তে হায় আমি আর নাই।


কিরআত পাঠে করি প্রভু সনে কথা,
সেই কান আছে কি হে শুনিবে যে তথা?
সুরের মূর্ছনা তুলে হয়ে যাই লীন,
এই হৃদে বাজে শুধু দিদারের বীণ।


আর কত সহে না তো প্রভু দেখা দাও,
তোমার এ পাগলেরে কবুলিয়া নাও।
আমায় বানিয়ে নাও তোমারই প্রিয়,
আরশের নিচে তব মোরে ঠাঁই দিও।।


               _____♦️_____


অক্ষরবৃত্ত ৮+৬


রচনাঃ- ৯ / ১ / ২০২২ ইং
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।