নানীর বাড়ী যেতাম যখন
ছোট্ট বয়স কালে
খেলতাম তখন সবাই মিলে
পুকুর কিবা খালে।


করতেন নানী পিঠাপুলি
আরো কত কিছু,
ওসব স্মৃতি পড়লে মনে
টানে আমায় পিছু।


নানা যেতেন আমায় নিয়ে
দূরের ওই সে হাটে,
হাটটা ছিল নদীর পাশে
নৌকা থাকতো ঘাটে।


খেলনার গাড়ী কিনতাম আমি
করতাম বায়না কত,
পেতাম আমি সকল কিছু
করতাম আশা যত।


মামার সাথে শিখতাম সাঁতার
পুকুর ঘাটে গিয়ে,
সাঁতরে পুকুর দিতেন পাড়ি
আমায় কাঁধে নিয়ে।


নানা বাড়ীর কত স্মৃতি
জমে আছে বুকে,
ঘুমিয়ে আছে হৃদয় মাঝে
পরম গভীর সুখে।


               ____♦____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ২ / ৯ / ২০২০ ইং
টেলিটক অফিস, গুলশান - ১, ঢাকা।