হে সূর্য!
কেনো তুমি আজ এত মলিন? বিমর্ষ কেনো?
তোমার ওই উজ্জ্বল মুখের ঔজ্জ্বল্য কোথায় আজ?
আজ আলোর তীব্রতা নেই কেনো তোমার?
নেই চলার কেনো ক্ষিপ্রতা!
কেনো আজ এতো নির্জীব, এতো নিষ্প্রাণ!


আজ তোমার আলোয় কেনো উচ্ছ্বাস নেই!
আনন্দ নেই!
দিগন্ত ঝলসানো কেনো নৃত্য নেই!
রংধনুর ওই অর্ধাকৃতির বৃত্ত নেই!
কর্মে কেনো চিত্ত নেই!
আলোয় কেনো দীপ্তি নেই!


আজ আলোয় তোমার ছন্দ নেই!
মেঘের সাথেও দ্বন্দ্ব নেই!
আজ মন কেনো মন্দ!
নিরস, বিরস, নিরানন্দ!
হৃদয় দুয়ার বন্ধ!
পোড়া পোড়া পাই গন্ধ!
দিব্য দৃষ্টি অন্ধ!


দুঃখ ভারাক্রান্ত মনে কহে সূর্য -


গিয়েছিলুম পশ্চিমে রুটিনমাফিক কর্মে,
যেমনটা প্রভু লিখে রেখেছেন মোর ধর্মে!


কিন্তু একি!
এসে দেখি!
নাই কুরআনের পাখি!
বিদায় নিয়েছে বুলবুলে দ্বীন!
উড়ে গেছে ওই আরশে আজীম পানে!


কষ্টে তাই ফাটে বুক,
নাই কাজে কোনো সুখ!
ইচ্ছে করছে আজি ক্ষিপ্ত হই -
বিচারিক ভার নিজ হাতে লই!
বের হয়ে আসুক ভেতরের সব উগ্রতা!
তীব্র কঠিন রুক্ষতা!
পৃথিবীর সব পানি উথলে উঠুক!
ফুটন্ত পানির ন্যায় টগবগিয়ে উতলে পড়ুক!
তপ্ত জমিনে খই ফুটুক!


খোদাদ্রোহী নাস্তিক থেকে মুরতাদ -
কুরআনের শত্রু,
হাদীসের শত্রু,
আল্লাহ্ ও তাঁর রাসূলের দুশমন তথা -
দ্বীনের সকল শত্রুগুলোই  
পোড়া বেগুনের মতো সব ঝলসে মরুক!


এ হৃদয়ে শুধু রক্তক্ষরণ -
দগ্ধ হৃদয়ে আজ মোর বাজে রণ-তূর্য!


              _____♦️_____


রচনাঃ- ১৬ / ৮ / ২০২৩ ইং, বুধবার। ভোর ৪:২৯ am.
মেরুল বাড্ডা, ঢাকা।