এপাড় ভাঙে ওপাড় গড়ে
এই তো নদীর খেলা,
ভাঙা গড়ার খেলা দেখেই
যায় কেটে মোর বেলা।


ভাঙা গড়ার চলছে খেলা
হাজার বছর ধরে,
প্রকৃতির এই নিয়ম মেনেই
জীবন যুদ্ধ করে।


নদীর মতোই এই জীবনে
উত্থান পতন ঘটে,
নানান দেশের নানান জায়গায়
কতো গল্প রটে।


জীবন নদীর বাঁকে বাঁকে
ভাঙা গড়ার খেলা,
এই না খেলা নিয়েই চলে
জীবন নামের ভেলা।


এই জীবনে সুখ দুখেরা
পালাক্রমে আসে,
দুঃখ পেলে কাঁদে এ প্রাণ
সুখ পেলে ফের হাসে।


জীবন নদীর ঢেউয়ে থাকে
সুখ দুখেরা মিশে,
তাতেই আমি সুখ খুঁজে নিই
হতাশ হবো কিসে?


            ____♦____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২


রচনাঃ ২৭ / ৯ / ২০২০ ইং।
রবিবার, মেরুল বাড্ডা, ঢাকা।