গভীর রাতে কলম হাতে
একা একা বসে,
স্মৃতির পাতায় জীবন খাতার
হিসাব মিলাই কষে।


মিলছে না তো হিসাব কোনো
শূন্য জীবন খাতা,
গভীর দুখে হাতড়ে বেড়াই
স্মৃতির মলিন পাতা।


বইয়ের সাথে সত্যি যদি
থাকতো ভালো বাসা,
সুন্দর হতো আজকের জীবন
পূরণ হতো আশা।


দুখে ভরা জীবন নিয়ে
আজ লিখে যাই আমি,
খেলাধুলার চাইতে বেশি
লেখা পড়া দামী।


কবির মনের ব্যথার কথা
আজকে দিলাম লিখে,
কিশোর তরুণ যুবা সকল
রেখো তোমরা শিখে।


                ______♦______


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২


রচনাঃ- ৩ / ৮ / ২০২১ ইং
মঙ্গলবার দুপুর ২ঃ১৯ pm
মেরুল বাড্ডা ঢাকা।