কাঁদিয়া লাঙল কহে, শোনো ভাই ফলা,
কত না সুন্দর ছিলো আমাদের চলা।
আদর করিয়া চাষী নিতো তাঁর কাঁধে,
ফসলের মাঠে নিয়ে জোয়ালেতে বাঁধে।


তুমি ফলা ছিলে লোহা আর আমি গাছে,
ছিলো না তো শক্তি কোনো আমাদের কাছে।
তোমায় যেদিন জুড়ে দিলো শিরে মোর,
তুমি আমি মিলেমিশে পেয়েছি যে জোর।


তুমি আর আমি মিলে পরিপূর্ণ কায়া,
দু'জনার মাঝে বুঝি গড়ে ওঠে মায়া।
মাটি পরে থাকে ওরে ফলা তব মুখ,
জোয়ালে বেঁধেই মোরে টেনে আনে সুখ।


এখন কলের গাড়ী মাঠে চলে রোজ,
নেয় না তো কেউ আজ আমাদের খোঁজ।
মেশিনেই চলে আজ চাষীদের চাষ,
লাঙলের চাষবাস আজ ইতিহাস।


লাঙলের ঠাঁই আজ ওই জাদুঘরে,
লোহার ফলায় তার মরিচাই ধরে।
লাঙল হাসিয়া কয়, দীর্ঘশ্বাস ছেড়ে,
বিজ্ঞানের কাছে আজ, গিয়েছি যে হেরে।


              _____♦_____


অক্ষরবৃত্ত ছন্দ - ৮+৬


রচনাঃ- ২১ / ৯ / ২০২৩ ইং, বৃহস্পতিবার,
মেরুল বাড্ডা, ঢাকা।