পাথর ছুঁড়ে মারছে কে রে
ট্রেনের ভেতর ওই,
কি মনে হয় তোদের কাছে
আমরা মানুষ নই?


রক্তে-মাংসে গড়া মানুষ
ইট-পাথরের নই,
তবে কেনো ছুঁড়িস পাথর
মানুষ করে সই?


কেমন মানুষ! নয় রে মানুষ
নেই কি তোদের দিল,
নইলে কেনো অমন করে
মারিস ছুঁড়ে ঢিল?


ঢিল আঘাতে যাত্রী কারোও
ছুটে রক্ত স্রোত,
ক্যামনে এমন করতে পারিস
নেই কি তোদের বোধ?


খেল-খুশিতে মারিস নাকি
সত্যি করে বল্,
নাকি তোদের আছে কোনো
সংঘবদ্ধ দল?


থাকলে সাহস আয় রে কাছে  
দেখা তোদের মুখ,
দেখবো তখন পাথর ছোঁড়ায়
কত্ত তোদের সুখ!


                  _____♦️_____


রচনাঃ- ১৯ / ৮ / ২০২৩ ইং, শনিবার। ঢাকা।
মেরুল বাড্ডা, ঢাকা।


কৈফিয়তঃ-
বেশ কিছুদিন যাবত ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাকালীন সময়ে চলন্ত ট্রেনের উদ্দেশে, ট্রেনের যাত্রীদের টার্গেট করে পাথর ছুঁড়ে মারা হচ্ছে। এতে অনেক যাত্রী ক্ষত-বিক্ষত হয়ে, মারাত্মকভাবে আহত হয়ে রক্তাক্ত হচ্ছেন। এই সমস্যাটা আগে ছিলো না। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন কাজের জন্য প্রায় আট মাস এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১ / ৮ / ২০২৩ ইং তারিখে এই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়। তখন থেকেই চলন্ত ট্রেনের যাত্রীদের টার্গেট করে এই পাথর ছুঁড়ে মারা হচ্ছে। যা ইদানীং সময়ে ট্রেনের যাত্রীদের জন্য সংগত কারণেই আতঙ্ক হয়ে দেখা দিয়েছে।  


কবিতায় এই অর্বাচীন লোকদের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতঃ কঠিন শাস্তির আওতায় এনে এর আশু প্রতিকারের জোর দাবী জানাচ্ছি।