দিনে দিনে বাড়ছে কেবল
ট্রেনে পাথর মারা,
আজ অবধি চিহ্নিত নয়
মারছে পাথর কারা।


ভাই আহত বোন আহত
যাত্রী পাগলপারা,
মানবতার মানুষগুলোর
দিচ্ছে বিবেক নাড়া।


বিবেকহীনা মানুষগুলো
করছে এমন কর্ম,
সন্ত্রাসীদের নাই রে মায়া
নাই মমতার ধর্ম।


ওই প্রশাসন জাগবে কবে
দণ্ড নেবে হাতে,
পাথর সন্ত্রাস বন্ধ করবে
দিনে এবং রাতে।


পাথর ছোঁড়া সন্ত্রাসীদের
কোথায় শক্তির উৎস,
কলকাঠিটা নড়ছে কোথায়
তোমরা কি ভাই বুঝছো?


পরিকল্পিত ষড়যন্ত্রের
পাচ্ছি রে ভাই গন্ধ,
নইলে কেনো নাই সুরাহা
কর্তা সাজে অন্ধ!


পাথর সন্ত্রাস চলবে কত
আর ঝরাবে রক্ত,
আমজনতা ফুঁসছে সবাই
হবে কিন্তু শক্ত!  


নরমের যম হয়েছে ওরা
হও রে সবাই শক্ত,
তবেই দেখবে লেজ গুটিয়ে
হয়ে গেছে ভক্ত।  


                  _____♦️_____  


স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪/৪+২


রচনাঃ- ২৬ / ৮ / ২০২৩ ইং, শনিবার।
মেরুল বাড্ডা, ঢাকা।


__________________________


দিন দিন পাথর সন্ত্রাস বেড়েই চলেছে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল রুটে। চলন্ত ট্রেনে ছুঁড়ে মারা পাথরে চোখে পাথর লেগে মারাত্মকভাবে আহত হন স্বয়ং ট্রেন চালক। শেষপর্যন্ত বিশাল এই ট্রেনটাকে পথের মাঝেই থামিয়ে রেখে ট্রেন চালককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
পাথর সন্ত্রাসের কারণে অগণিত ট্রেন যাত্রী এক অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করতে থাকে ট্রেনেই। শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে তারা অর্ধ পথেই ট্রেন থেকে নেমে বাস বা অন্যান্য যানবাহনে চড়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছান।