আমি এক মুসাফির অক্লান্ত অস্থির
চিত্তের বিত্তে সদা অম্লান,
ছুটে যাই সমুখে বাঁধা সব গুঁড়িয়ে
শাশ্বত সত্যের গেয়ে জয় গান।।


বাঁধাহীন ধরাহীন লয়হীন ক্ষয়হীন
ওই সেই সত্তার আমি এক বান্দা,
ধরা বুকে জালিমের অন্যায় বাতিলের
আতঙ্ক আমি এক বিমূর্ত আত্মা।।


মৃত্যুর সাথে আমি গড়ি সখ্যতা  
তবে- শাহাদাত মোর কাম্য,
মৃত্যুই মহা বাস্তব সত্য
তাই রবের আদেশ শিরোধার্য।।


ভয় করি না'কো কাউকেও আমি পরোয়া করি না কিছুর
শত্রুর সাথে সদা লড়ে যাই নিত্য,
শাহাদাতের পেয়ালা পান করে তবে
শান্ত হবে এই অস্থির চিত্ত।।


আমার এই বক্ষ ঈমানের অস্ত্র
লালসায় ভরা দিল আমি করি বর্জন,
জালিমের ঘাড়ে আমি বজ্র পতন
বাতিলের ভয় ধরা আমি হয় গর্জন।।  


সত্যের আমি বীর সৈনিক আমি চির নির্ভীক
বাতিলের সাথে মোর নেই কোনো সন্ধি,
নওজোয়ানের আমি টগবগে রক্ত বাতিলের প্রশ্নে হই বড় শক্ত
টুটি টিপে ধরে সব করে রাখি বন্দী।।


ফাঁকিবাজি ধোঁকাবাজি বাতিলের চালবাজি
থাকবে না কিছু আর হবে সব বন্ধ,
ধুয়ে মুছে সাফ করে চিহ্নটা লয় করে
ধরা বুকে তার কোনো রাখবো না গন্ধ।।  


সর্পের ফণা ধরে উঠি যবে ফোঁস করে
কি হবে কিছু পরে ভাবি না তা কিছু আর,
তাগুতের বক্ষে নাকে মুখে চক্ষে বিষদাঁত বসিয়ে
কামড়ে কামড়ে করি সব একাকার।।  


নানুতবী, মুহাজেরী, মাহমুদ দেওবন্দীর
জ্বলে ওঠা ছাইচাপা আমি সুপ্ত অনল,
জ্বলে পুড়ে ছাই হবে বাতাসেতে মিশে যাবে
আমি যে ভয়ানক মহা দাবানল।।


পথ যত দুর্গম আমি তত দুর্দম
ভেঙে চুরে সবকিছু ছুটে চলি হরদম,
আচানক বাজ হয়ে বাতিলের গর্দানে
ভেঙে পরি সব লয়ে মহা গমগম।।


আমি মহা দূর্যোগ বৈশাখী তাণ্ডব
বাতিলের আত্মা কাঁপানো আমি মহা সাইমুম
হক্বের সামনে বিনম্র শান্ত বিগলিত আমি
তাই সত্যের বক্ষে এঁকে দিই চুম।।


আল্লার একত্বে বিশ্বাসী আমি হই না নতশির
কারও সামনে আমি- শুধু আল্লাহ্ ভিন্ন,
মহা শয়তানের শিরে লাথি মারি আমি মারি তার গালে থাপ্পর
এঁকে দিই তার বুকে মহা পদচিহ্ন।।


ঈমানের বলে বলীয়ান আমি সমুখপানে শুধু
ছুটে ছুটে চলি কাঁপিয়ে রণ-প্রান্তর
নাস্তিক মুরতাদ যতসব বজ্জাত হবে হবে কুপোকাৎ
ধুলোয় ওদের মিশিয়ে দিতে আমি সদা তৎপর।।


জালিমের রাঙা চোখ উপড়ে ফেলবো সব
বাতিলের রাজপ্রাসাদ ভেঙে করবো খান খান,
উমর খালিদ আমীর হামজার আমি যে উত্তরসূরী
পৃথিবীর দিকে দিকে ওড়াবো সগৌরবে ফের ইসলামী নিশান।।


আমি মাদানীর আমি আলফে সানীর
গাঙুহী শাহ্ ওয়ালীউল্লার আমি ভাবশিষ্য,
ন্যায় বিচারের সেই মহা রশি শক্ত মুঠোয় ফের ধরবো কশি
নবুয়্যাতের আদলে আবার আমি শাসন করবো পুরো বিশ্ব।।


                     বিদ্রোহী নই আমি
                   আমি চির বিপ্লবী বীর
              পৃথিবীর ঘাড়ে পাড়া দিয়ে আমি
                   শাসন লইবো শশীর।


             ______♦______


রচনাকালঃ- ২০১১ ইং।
প্রকাশকালঃ- ১ / ৮ / ২০২১ ইং।
মহাখালী ওয়ারলেস গেট, বনানী, ঢাকা।