আব্বু তুমি আমার জন্য নিয়ে এসো পুতুল,
আজই কিন্তু আনতে হবে হয় না যেন ভুল।
আমার জন্যও আনতে হবে সুন্দর একটি গাড়ী,
মনে করে আনতেই হবে নইলে কিন্তু আড়ি।


খোকা খুকু বায়না ধরে বাবার কাছে এসে,
ভুলবো না'কো সবই পাবে বাবা বলেন হেসে।
যা চাও তোমরা তাহাই পাবে কিন্তু একটি কথা,
আমি যে চাই তোমরা শুধুই করবে পড়ালেখা।


খোকাখুকুর পাশ থেকে মা বলেন আদর করে,
"লেখাপড়া করলে মানুষ বাড়ী গাড়ী চড়ে।"
তোমরা অনেক বড় হবে দেশের সেবার তরে,
গরীব দুখীর স্বপ্নগুলো আনবে মুঠোয় ধরে।


ন্যায়ের বিচার প্রতিষ্ঠা পাবে দুর্নীতি যাবে ভেসে,
তবেই দেখবে আসবে শান্তি ঠিক সে পরীর বেশে।
খোকাখুকু পণ করে ওই বাবা মায়ের হাতে,
স্বপ্নগুলোর প্রতিচ্ছবি দেখে বইয়ের পাঠে।


কিন্তু যখন উল্টো হয়ে ভাগ্য কারও দাঁড়ায়,  
বলো তখন সাধ্য কার যে, ভাগ্যটাকে মাড়ায়!
চাই না বলতে সে কথা আর কেঁদে ওঠে হায় প্রাণ,
এক আঘাতেই স্বপ্ন সবার যায় হয়ে যায় খান খান।


নিঝুম রাতে গভীর ঘুমে ঘূর্ণিঝড়ের আঘাত
শত শত প্রাণ কেড়ে নেয় হয় না তাদের প্রভাত!
সেই আঘাতে বিধ্বস্ত হয় স্বপ্ন শত শত,
আজও যাঁরা আছে বেঁচে শুকায় নি তার ক্ষত!


          _____♦______


রচনাঃ- ২০ / ১১ / ২০০৭ ইং।
মহাখালী, ওয়ারলেস গেইট।


  আমার দ্বিতীয় প্রকাশিত কবিতা "বিধ্বস্ত স্বপ্ন"। কবিতাটি ২০১৯ সালের নভেম্বর মাসের ১৭ তারিখ রবিবার "দৈনিক বাংলাদেশের আলো" নামক পত্রিকায়  প্রকাশিত হয় আলহামদুলিল্লাহ্‌।


উল্লেখ্য, কবিতাটি ২০১৯ সালের নভেম্বরে প্রকাশিত হলেও লেখা হয়েছিলো আজ থেকে ১৬ বছর পূর্বে ২০০৭ সালের নভেম্বর মাসের ২০ তারিখে। কবিতাটি লেখা হয়েছিল ২০০৭ সালেরই ১৫ই নভেম্বর ভয়াবহ সামুদ্রিক ঝড় সিডরে নিহতদের স্মরণে। অর্থাৎ ঐতিহাসিক সেই সামুদ্রিক ঝড় সিডর আঘাত হানার ৫ দিন পর সেই সিডরে নিহতদের স্মরণে লিখিত হয় এই কবিতাটি।