শিউলী নামের একটি মেয়ে
স্কুল লাইফে আমার ক্লাসে ছিলো,
হাসিখুশি সে মেয়েটি
এ মন আমার একদিন কেড়ে নিলো।


হেসেখেলে নেচে-গেয়ে
খেলতো যে সে বান্ধবীদের সঙ্গে,
অপূর্ব তার চাউনি ছিলো
কী অপরূপ মায়া ছিলো ঢঙ্গে।


কণ্ঠে তাহার জাদু ছিলো
কথায় যেনো পড়তো ঝরে আলো,
চোখ দু'টি তার মায়া ভরা
দেখতে তারে লাগতো খুবই ভালো।


ছাত্রী সে খুব  ভালো ছিলো
পড়তো সে যে খুব মনোযোগ দিয়ে,
এই হৃদয়ে ছিলো সে মোর
কত স্বপ্ন দেখতাম তারে নিয়ে।


মনে মনে ভালোবাসতাম
কিন্তু কভু কই নি তারে খুলে
আজও মনে পড়লে তারে
এ হৃদয়টা ওঠে আমার দুলে।


           _____♦_____


স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪+২


রচনাঃ- ২৫ / ৯ / ২০২৩ ইং, সোমবার
মেরুল বাড্ডা, ঢাকা।