শরৎকালে দূর আকাশে
ভাসে মেঘের ভেলা,
মুগ্ধ নয়ন মেলে আমি
দেখি মেঘের খেলা।


শরৎকালের শুভ্র আকাশ
দেখতে ভালো লাগে,
দূর ওই আকাশ দেখে মনে
কবিতার ভাব জাগে।


দূরের ওই সে আকাশটাতে
উড়ে পাখির সারি,
উড়ে উড়ে বহু দূরে
দেয় যে ওরা পাড়ি।


শরৎকালে ফুল বাগানে
বসে ফুলের মেলা,
গাছে গাছে ডাকে পাখি
করে নানান খেলা।


শরৎকালের এই যে মায়া
মনে জাগায় দোলা,
শরৎকালের ভালোবাসা
হৃদয় মাঝে তোলা।


                      _____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২


রচনাঃ- ২১ / ৯ / ২০২০ ইং
সোমবার, মেরুল বাড্ডা, ঢাকা।