নফসে বলে দেখ্ তাকিয়ে
আল্লাহ্ বলেন তাকাস্ নে,
আমার দেয়া সরল পথটা
বান্দা ওরে বাঁকাস নে।


নফসের কথায় সাড়া দিয়ে
রইলাম আমি তাকিয়ে,
প্রভুর দেয়া সরল পথটা
দিলাম আমি বাঁকিয়ে।


প্রভুর নিষেধ ভুলে গিয়ে
মানলাম কথা শয়তানের,
নিজকে নিজেই ঠেলে দিলাম
ওই সে মুখে ক্ষয়-বানের।


আল্লাহ্ তালা দিলেন আমায়
সরল সঠিক যে পথটা,
সে পথ ছেড়ে ভুলের পথে
চলছে জীবন এ রথটা।


ধোঁকা দিয়ে সরল পথটা
করলো বিচ্যুত ইবলিসে,
মোদের প্রতি ভরা যাহার
পরিপূর্ণ দিল বিষে।


তাই তো আজি ও পথ ছেড়ে
প্রভুর পথে আয় চলি,
দিনের দাওয়াত নবীর কথা
সবাই মিলে আয় বলি।


           ______♦️______


রচনাঃ- ২১ / ৬ / ২০২২ ইং
জামিয়া কাসিমিয়া মহাখালী টি এণ্ড টি কলোনী মাদরাসা, ওয়ারলেস গেইট, মহাখালী, বনানী, ঢাকা।