চরিত্রটা হলে যে ভালো
সবাই ভালো বাসে,
চরিত গুণে মুগ্ধ হয়ে
সবাই কাছে আসে।


সততা দিয়ে নিজকে নিজে
সাজাতে যদি পারো,
দেখবে সবে তোমায় ভবে
বাসবে ভালো আরো।


সুচরিত্রে গড়ো নিজকে
করিও না'কো হেলা,
অনুতাপে যে ভস্ম হবে
ফুরালে এই বেলা।


কি-ই বা হবে এই ভবেতে
ছল চাতুরী করে,
অসৎ পথে চললে ভবে
বিপদ মাঝে পড়ে।


সৎ পথেই চলতে হবে
অসৎ পথে নয়,
চরিত্রটা গঠন করো
ভুবন করো জয়।


                    ____♦____


মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২


রচনাঃ- ৩০ / ৯ / ২০২০ ইং।
বুধবার, মেরুল বাড্ডা, ঢাকা।