প্রতি দিন শ্রমিকেরা,
কাজ করে লাগাতার করে রক্ত পানি।
তাঁহাদের ঘরে ফেরা,
হয় না তো তাঁরা আমাদের মতো মানি।


কত অপমান সহে,
তবু তাঁরা কাজ করে এ দেশের তরে।
মুখ ফুটে নাহি কহে,
এভাবেই আহার জোগায় নিজ ঘরে।


উন্নয়নের এ চাকা,
ওদের হাত দিয়েই তো ঘুরিছে সদা।
তবু মুখ করি বাঁকা,
কথা তাদের শুনিয়ে দেই যথাতথা।


শ্রমিকের পাক ঘাম,
করি নি যেটার মূল্যায়ন আজও হায়
দেই নি কখনো দাম,
শুধুই দিয়েছি আঘাত মনে ও গায়।


সূর্যটা ওঠারও আগে,
আমরা যখন থাকি শুয়ে গভীর ঘুমে।
শ্রমিকেরা সব জাগে,
আগামীর বীজ বোনে এ দেশের ভূমে।


             ______♦______


হীনপদ পয়ার ৮+১৪
১৭ / ১০ / ২০২০ ইং
মহাখালী টি এন্ড টি কলোনী মাদ্রাসা,
ওয়ারলেস গেট, মহাখালী, গুলশান, ঢাকা ।