কথা মাঝে থাকে যদি খুব বেশী ধার,
মনে গিয়ে বিঁধে তাহা করে ছারখার।
কটু কথা হৃদ মাঝে জ্বালায় আগুন,
প্রীতি কথা মন মাঝে ধরায় ফাগুন।
তাই যবে কথা কহো থাকো সাবধান,
কথার পিঠেই আসে মান অপমান।
কথা যিনি কম কহে শত্রু তাঁর কম,
বলিবার আগে কথা- ভেবে নাও দম।


বেশী নয় বেশী নয় কম কথা বলো,
আপন নীতিতে তুমি স্বচ্ছ হয়ে চলো।
মুখ থেকে কথা বের হলে একবার,
ফিরে তাহা কোনোদিন আসে না তো আর।
শুনো বেশী বলো কম থাকো তুমি চুপ,
একদিন পাবে তুমি যশ খ্যাতি রূপ।


                  ____♦____


রচনাঃ- ২ / ৯ / ২০২১ ইং
টেলিটক প্রজেক্ট অফিস,
গুলশান, ঢাকা।