পাঁচদিনে পাঁচ ছড়া লেখার
নিয়েছি যে চ্যালেঞ্জ,
কবি এমডি শহিদুল্লাহ
করেছেন তার অ্যারেঞ্জ।


চ্যালেঞ্জ নেয়ার পরে আমার
আজই প্রথম দিনটা
প্রভু তুমি কবুল করো
শোধ করে দাও ঋণটা।


চ্যালেঞ্জ দেয়া চ্যালেঞ্জ নেয়া
কাজটা কঠিন বড়ো,
অগ্রজ কবি শহিদুল্লাহ
বললেন এটাই ধরো।


পাঁচদিনে পাঁচ কবিতা আজ
রচে তুমি দেখাও,
তোমার কবিবন্ধুদেরও
হাঁটতে তুমি শেখাও।


মাথায় আমার দিলেন বোঝা
শ্রদ্ধার অগ্রজ কবি,
শ্রদ্ধাভরা লেহাজ নিয়ে
আঁকি মনের ছবি।


আমি অনেক ছোট্ট মানুষ
ছাত্র-তুল্য আপনার
শিক্ষক হলেন মাথার মুকুট
সমতুল্য পিতার।


কখনও বা ভুল হয় যদি
দেবেন ক্ষমা করে,
আপন গুণে নিজের করে
নেবেন অন্তর ভরে।


কাছে টেনে নিয়ে কবি
শিখিয়ে দেবেন আমায়,
হাত-কলমে বুঝিয়ে দেবেন
রাখবো স্মৃতির পাতায়।


           ____♦_____


রচনাঃ- ১৫ / ৭ / ২০২০ ইং
রাতঃ-  ৩ টা।
মেরুল বাড্ডা, ঢাকা।


উৎসর্গঃ- শ্রদ্ধেয় অগ্রজ কবি জনাব মুহাম্মদ শহিদুল্লাহ সাহেবের করকমলে। যাঁর আহ্বানে সাড়া দিয়ে এই কবিতার জন্ম।