হাদীস পাকে প্রিয় নবী
কি বলেন ভাই শোনো,
ভয়াবহ বার্তা বলি
নয় রে সুখের কোনো।


তিন প্রকারের লোকের উপর
আমার প্রভুর লানত,
সেই প্রকারের না হই যেনো
আজই করি মানত।


বলছি শোনো একে একে
গুণে রাখো সবে,
শোনার পরে আজ হতে ভাই
মানতে কিন্তু হবে।


মুক্তাদীগণ্ নারাজ তবু
ইমামতি করে,
এই প্রকারের ইমামের 'পর
প্রভুর লানত পরে।


যার উপরে স্বামী নারাজ
এরপর এমন নারী,
যদিও সে থাকুক সুখে
থাকুক বাড়ী গাড়ী।


তৃতীয়ত এমন ব্যক্তি
যে শুনেছে আযান,
শর্'য়ী কোনো ওযর ছাড়া
জামাতে সে না যান।


তাই চলো হে এমন লোকদের
না হই সাথে যুক্ত,
তবেই থাকবো আমরা সবে
রবের  লা'নত মুক্ত।


হাদীস পাকে বিশ্বাস রাখো
আরও রাখো ভক্তি,
রব্বে কারীম দিক আমাদের
বোঝার - মানার শক্তি।


                  _____♦️_____


রচনাঃ- ১৩ / ৮ / ২০২৩ ইং, রবিবার,
টেলটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।


হাদীসঃ-
"তিন (প্রকারের) ব্যক্তির উপর আল্লাহ্ তা'য়ালা লা'নত বর্ষণ করেন।
প্রথমত, ওই ব্যক্তি, যার উপর মুক্তাদীগণ যুক্তিসঙ্গত কারণে নারাজ থাকা সত্ত্বেও সে ইমামতি করে।
দ্বিতীয়ত, ওই নারী, যার উপর তার স্বামী অসন্তুষ্ট।
তৃতীয়ত, ওই ব্যক্তি, যে আযান শুনেও (মসজিদের) জামাতে শরীক হয় না।"
রেফারেন্সঃ- বুখারী, মুসলিম, নাসায়ী, আবু দাঊদ, তিরমিযী, ইবনে মাজাহ্।


দুয়াঃ-
মহান আল্লাহ্ পাক আমাদের সকলকে বোঝার তাওফীক দান করুন, এই তিন প্রকারের লোকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করুন এবং সঠিকটা বুঝে সঠিকভাবে সঠিক আমল করার তাওফীক দান করুন, আমীন ইয়া আরহামার রাহিমীন।