আপনার কবিতায় পাবো আমি ঠাঁই,
কোনোদিন আমি তাহা কভু ভাবি নাই।
যত নহি তত উচ্চে উঠালেন আজ,
দুয়া করি কবিদের করিবেন রাজ।
এর বেশী কিছু কহি নাহি মোর ভাষা,
রাহবার হবে মোর, এই মনে আশা।
বুঝে বা অবুঝে যদি করে থাকি ভুল,
স্নেহের শাসনে নিয়ে দিও দণ্ড-মূল।


মিলেমিশে একসাথে চলবো যে পথ,
সফলের প্রান্ত চূড়ে পৌঁছবেই রথ।
না টুটে বন্ধন যেনো দৃঢ় হয় প্রীতি,
কালের পাতায় যেনো লেখা রয় স্মৃতি।
পরিশেষে গুণী কবি হে সালাম শাহ্,
অনবদ্য রচনায় ঋণী আমি আহ্।


                   ___♦___


রচনাঃ- ২৯ / ৮ / ২০২১ ইং
রবিবার,
মহাখালী টি এন্ড টি কলোনী মাদ্রাসা, ঢাকা।


( ফেসবুক গ্রুপ "শ্যামল সিলেট সাহিত্য পরিষদ" এর শ্রদ্ধেয় এডমিন কবি শাহ্ আবদুস সালাম এর কবিতায় অন্যান্য গুণী কবির সাথে আমারও ঠাঁই হয় আলহামদুলিল্লাহ্।
তারই কৃতজ্ঞতাস্বরূপ "গুণী কবি শাহ্ আবদুস সালাম" সাহেবকে নিয়ে "সনেট" লেখার এই প্রয়াস।