আমি হাঁকি এত ডাকি তবু ফাঁকি দিলে,
আর কবে দেখা হবে লিভ তবে নিলে!
বুঝি নাই বলি নাই ধরি নাই হাত,
তাই বলে গেলো জলে তুমি হলে কাত!


আমাদের তোমাদের তাঁহাদের কয়ে,
এই ভবে জুটি হবে তুমি রবে সয়ে।
ওরে পাজি ডেকে কাজি হবে আজি বিয়ে,
রেখো শুনে দিবো গুণে হানিমুনে নিয়ে।


ফুল'কলি শোনো বলি আমি চলি কাজে
প্রভু ডেকো ফোন হেঁকো তুমি থেকো সাজে।
গেলে কাজে মনে বাজে পরী সাজে আসে,
হয়ে কবি হৃদে রবি মনে ছবি ভাসে।


তুমি এসো ভালো বেসো খুলে হেসো মুখ,
যাবে চলে সব গলে ধরা তলে দুখ।
দেখে হাসি ভালো বাসি বাজে বাঁশি ক্ষণে,
প্রেমে পড়ি হৃদে ধরি তোরে স্মরি মনে।


যবে হয় পরি'চয় মনে রয় আজো,
বারেবারে চুপিসারে অভিসারে সাজো।
তুই মোর আমি তোর লাগা ঘোর আশা,
চোখে কালো দাগা আলো দেবো ভালো বাসা।


                   _____♥_____


মালঝাঁপ পয়ার ৮+৬


রচনাঃ- ৩ / ১০ / ২০২০ ইং
টি এন্ড টি কলোনী মাদ্রাসা, ওয়ারলেস গেট
মহাখালী, গুলশান, ঢাকা।