আদি ও নাই অন্ত ও নাই
তিনি মোদের প্রভু,
অস্তিত্ববান তিনি সদা
নাস্তি হন না কভু।


চিরকালই আছেন তিনি
চিরকালই রবেন,
সত্তা এবং গুণে যিনি
স্ব-সম্পূর্ণ হবেন।


আল্লা তা'য়ালাই এমন সত্তা
ওয়াজিবুল উজূদ,
আমরা সবাই গোলাম যে তাঁর
তাঁর তরেই সব সুজূদ।


এক ও একক সত্তা তিনি
নাই রে নাই তাঁর অংশ,
তাঁর সঙ্গে কেউ শরীক মানলে
হবে যে সে ধ্বংস।


               _____♦_____


রচনাঃ- ২৮ / ১১ / ২০২৩ ইং, মঙ্গলবার
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।


ওয়াজিবুল উজূদ -
ওয়াজিবুল উজূদ এমন সত্তাকে বলা হয় কিংবা এমন অস্তিত্বশীল সত্তাকে বলা হয়, যার অস্তিত্ব (বিদ্যমান হওয়া) ওয়াজিব অর্থাৎ অপরিহার্য এবং তার না থাকাটা অসম্ভব। যিনি ওয়াজিবুল উজূদ হবেন তিনি চিরকাল থেকে আছেন এবং চিরকাল থাকবেন। তাঁর আদিও নেই, অন্তও থাকবে না। কখনো তার "নাস্তি" অর্থাৎ "( অস্তিত্ব) না থাকা" হতে পারবে না। এমনকি কোনোদিন কখনও মুহুর্তকালের জন্যও তিনি নাস্তি হবেন না, হতে পারেন না।
আর তিনি নিজে থেকেই অস্তিত্বশীল। কেননা যে বস্তু বা সত্তা অন্যের সৃষ্টির দরুন সৃষ্ট হয় এবং অস্তিত্বে আসে, তা ওয়াজিবুল উজূদ হতে পারে না। সুতরাং ইসলামী শিক্ষা অনুযায়ী একমাত্র আল্লাহ তা'য়ালাই ওয়াজিবুল উজূদ।  তিনি ছাড়া মহাবিশ্বের আর কোনোকিছুই ওয়াজিবুল উজূদ নয়।


নাস্তি - না থাকা, অস্তিত্বহীন হওয়া।