কবিতা: আসবে সে
লেখক: মুহাম্মদ আল ইমরান


চরম বৃষ্টির ক্ষণে-
বর্বরতার কোলাহল ভুল!
শান্ত হয়ে বৃষ্টির কথা শুনি
মাঝে মাঝে চিনি নিজেকে।


শুরুর ক্ষণে বাতাস বহে,
অতঃপর মিলনে হৃদয় টানে!
দেরিতে হলেও আসবে সে,
অপেক্ষায় আছি রাশি রাশি।


দিন যাবে রাতে পরে-
আবার রাত্রি দিন।
এই যে শুনি আসছে সে।


ঝিম ঝিম টপ টপ,
বহিতে করেছে শুরু
শুনে শব্দ মুখর সবে।
তবে আমি কেন নহে?


নেই ক্রোধ, মান কিংবা অভিমান
তবে কেন পাইনে ছোঁয়া!
ঘরের কর্তা ছাউনি দিয়াছে,
তাই কাছে থেকেও দূরে দেহ।


দূরের শব্দে মুখর-
বাধা আসলে আসতে পারে,
তবুও এ হৃদয় টানে।


মনের চারিপাশে তুমি এবং তুমি।
আসবে তুমি মন ভিজাতে
অপেক্ষায় আমি,
মন ভিজাবো তোমায় দিয়ে।


~ মুহাম্মদ আল ইমরান।
থানা ও জেলা: পটুয়াখালী।