আকাশ জুড়ে মেঘ জমেছে, হয়েছে বেজায় ভার,
শীতল বাতাস বইছে এবার, হচ্ছে এপার ওপার।

কালো মেঘের ছায়ার নিচে কাক-পক্ষী উড়ে,
প্রাণপণে ছুটে চলেছে ফিরবে কবে নীড়ে!

খানিক পরেই মুষলধারে নেমে এলো বৃষ্টি,
লতাগুল্ম আর গাছ-গাছালি করছে কেমন তুষ্টি!

পাহাড় জুড়ে ঝর্ণা ধারা ফিরে পেলো প্রাণ,
স্বচ্ছ পানি আসছে কত, পড়ছে অবিরাম!

অথৈ জলে পাহাড় গলে আসছে পাহাড়ি ঢল,
খাল-বিল আর নদী-নালায় উপচে পড়া জল!

আমন ধানের বীজতলাতে কৃষক থাকে জারি,
বীজ গজানো ধানে হয় মধু ভাতের হাঁড়ি!

শিশু-কিশোর খেলার মাঠে বলে মাতোয়ারা,
সারাদিনের ক্লান্তি মোদের বৃষ্টিতে হলো সারা।
©ফয়সাল
২৩/০৭/২০২৪ইং
সকল স্বত্ব সংরক্ষিত